Tahsan ( তাহসান )
তাহসান রহমান খান, বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, গিটার বাদক, কী-বোর্ড বাদক, সঙ্গীত পরিচালক, অভিনেতা,মডেল এবং উপস্থাপক। তিনি তাহসান নামেই সমধিক পরিচিত।
সংগীতচর্চা
তিনি ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসংগীত শিখেছেন। ১৯৯৮ খ্রিস্টাব্দে তিনি ও আরো কয়েকজন যুবক মিলে গঠন করেন ব্যান্ডদল ব্ল্যাক, পরবর্তিতে তিনি ব্যন্ড দল থেকে আলাদা হয়ে নিজস্ব ধারার গানে সম্পৃক্ত হন। বিয়ের পর তাহসান, স্ত্রী মিথিলাকে নিয়ে বের করেন নিজস্ব এ্যালবাম। ২০১২ সালে তাহসান গঠন করেন তাহসান অ্যান্ড দ্য সুফিজ নামে নতুন একটি ব্যান্ড।বাংলামোটরে 'কৃত্যদাসের আবাসে' নামে তার নিজস্ব স্টুডিও রয়েছে।
ব্যান্ড অ্যাল্বাম (ব্ল্যাক)
মিক্স্ড সং (অ্যাল্বাম)
মুভি
জন্ম ১৮ অক্টোবর, ১৯৭৯, তাহসানের পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের বিক্রমপুর। যদিও তিনি ঢাকায় জন্ম গ্রহণ করেন এবং শৈশব ঢাকাতেই কাটে। তাহসান পড়াশোনা করেন এ জি চার্চ স্কুলে ও সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৯৯৮ সালে নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ব্যবসায়_প্রশাসন_ইনস্টিটিউট থেকে ব্যবসায় প্রশাসনে ব্যাচেলর (মার্কেটিং) ও মাস্টার (ফাইন্যান্স) ডিগ্রী লাভ করেন। ২০০৮ খ্রিস্টাব্দে তিনি ফুল্ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটা কার্লসন স্কুল অব ম্যানেজমেন্টে ব্র্যান্ড ম্যানেজমেন্টের উপর পড়তে যান এবং ২০১০ খ্রিস্টাব্দে মাস্টার ডিগ্রী অর্জন করে দেশে ফিরে আসেন। ২০০৬ সালের ৩ অগাস্ট তিনি বিয়ে করেন মডেল, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা কে । এখন তাহসান এক কন্যার পিতা ।
পেশাজীবন
Tahsan |
পেশাজীবন
তাহসান ইউনিলিভারে ২০০৩-২০০৪ পর্যন্ত চাকরি করেছেন। ২০০৬ সালের এপ্রিল থেকে ২০০৮ সালের জুন পর্যন্ত ইস্টার্ন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন। ২০১০ এর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর রিসার্চ ইন মার্কেটিং এ গবেষণা সহকারী হিসেবে কাজ করেছেন। ২০১০ সালের মে থেকে তিনি ইউনির্ভাসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ বা ইউল্যাব-এ শিক্ষকতা করছেন। ২০১৩ সালে ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে যোগদান করেন তাহসান।
তাহসান |
সংগীতচর্চা
তিনি ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসংগীত শিখেছেন। ১৯৯৮ খ্রিস্টাব্দে তিনি ও আরো কয়েকজন যুবক মিলে গঠন করেন ব্যান্ডদল ব্ল্যাক, পরবর্তিতে তিনি ব্যন্ড দল থেকে আলাদা হয়ে নিজস্ব ধারার গানে সম্পৃক্ত হন। বিয়ের পর তাহসান, স্ত্রী মিথিলাকে নিয়ে বের করেন নিজস্ব এ্যালবাম। ২০১২ সালে তাহসান গঠন করেন তাহসান অ্যান্ড দ্য সুফিজ নামে নতুন একটি ব্যান্ড।বাংলামোটরে 'কৃত্যদাসের আবাসে' নামে তার নিজস্ব স্টুডিও রয়েছে।
- ০১)কথোপকথন (২০০৪)
- ০২)ক্রিত্তদাসের নির্বান (২৫ ডিসেম্বর ২০০৫)
- ০৩) ইচ্ছে (২৫ ডিসেম্বর ২০০৬)
- ০৪) নেই (২০০৭)
- ০৫) প্রত্তাবর্তন (ফেব্রুয়ারী ২০১১)
ব্যান্ড অ্যাল্বাম (ব্ল্যাক)
- ০১)আমার প্রিথিবী
- ০২)উত্সবের পরে
- ০৩) অনুশীলন
মিক্স্ড সং (অ্যাল্বাম)
- ০১)আশীর্বাদ (অ্যাল্বাম- দিন বদল)
- ০২)স্রিতি (অ্যাল্বাম- অনুশীলন। ২০০২)
- ০৩) শোকার্ত উপকুল (কোরাস ভয়েস উইথ ব্ল্যাক। অ্যাল্বাম- আগন্তুক ২)
- ০৪) ফিরে এসো (অ্যাল্বাম- জুয়েল উইথ স্টার্স)
- ০৫) অনন্তকালের পথযাত্রী (অ্যাল্বাম- জুয়েল উইথ স্টার্স)
- ০৬) প্রতিগ্গা (অ্যাল্বাম- সুমন ও বোকা মানুষ্টা)
- ০৭) কাল্পনিক প্রেম (অ্যাল্বাম- উত্সর্গ)
- ০8) কে আকে অন্য ছবি (অ্যাল্বাম- কে আকে অন্য ছবি ?)
- ০৯) রোদেলা দুপুর (তাহসান & মিথিলা)
- ১0) রোদের আচর (অ্যাল্বাম- জুয়েল উইথ স্টার্স ২)
- ১১) দখিনের জানালা (অ্যাল্বাম- বন্ধুতা। ২০০৮)
- ১২) সে খবর আমি রাখি (অ্যাল্বাম- জুয়েল ফিচারিং পুর্নতা। ২০০৯)
- ১৩) চাই না (২০১০)
- ১৪) ওরা ১১ জন (তাহসান & মিথিলা। অ্যাল্বাম- চলো বাংলাদেশ)
- ১৫) লাইট হাউস (অ্যাল্বাম- মউনো প্রতিগ্গা। ২০১১)
- ১৬) আংগুল (অ্যাল্বাম- প্রিন্স মাহামুদ ফিচারিং অপরাজিতা। ২০১২)
- ১৭) তুই চাইলে (প্রিন্স মাহামুদ ফিচারিং মিক্স্ড অ্যাল্বাম। ২০১৩)
মুভি
- ০১)কোথায় আছো (আমাদের গল্প। ২০১২)
- ০২)মেঘের পরে (মন ফড়িং এর গল্প। ২০১২)
- ০৩) প্রথম প্রেম (মন্ִসুবা জংশন। ২০১২)
- ০৪) কেন হঠাত এসেছিলে (নীল পরী নিলান্জনা। ২০১৩)
- ০৫) আস্ִমানী (নীল পরী নিলান্জনা। ২০১৩)
- ০৬) স্পর্শের বাইরে তুমি (তাহসান & এলিটা। স্পর্শের বাইরে তুমি। ২০১৩)
- ০৭) আমি সেই সুতো হবো (অন্যরকম পরীর গল্প। ২০১৩)
- ০8) কত দুর (নীল প্রজাপতী। ২০১৩)
- ০৯) ট্রাফিক সিগ্ִনাল (ট্রাফিক সিগ্ִনাল। কামিং সুন)